নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজন গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজন। ছবি : এনটিভি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে মাদারীপুর থানা পুলিশ।
রোববার (১৩ জুলাই) রাত ৯টার দিকে মাদারীপুর সদর থানার মহিষেরচর এলাকা থেকে আরেফিন সিদ্দিক সুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।