গরম পানিতে দুই নারীকে ঝলসে দেওয়ায় গ্রেপ্তার ৬

নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে দুই নারীকে গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় ডাকাত সুলতান আলী, তার ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার (১৩ জুলাই) দুপুরে সেনা ক্যাম্পের সদস্যরা নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
পূর্ব বিরোধের জের ধরে গত ২৬ জুন সদর উপজেলার মোহনপুর গ্রামের হালিমা ও শাহনাজ নামে দুই নারীকে মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানিতে ঝলসে দেয় একই এলাকার সুলতান ডাকাত, তার ছেলে লালচান,জামাই সাইফুল। এ ঘটনায় মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় নির্যাতিতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় সেনাবাহিনী। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযানে নামেন নাটোর সেনা ক্যাম্পের সদস্যরা। আটক করা হয় সুলতান,তার ছেলে লালচান,জামাই সাফুল, আয়মনা, সাকিদা ও শীলাকে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানিয়েছেন সেনাবাহিনী ছয়জনকে গ্রেপ্তার করে তাদের কাছে হস্তান্তর করেছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝলসে যাওয়া দুই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।