জিয়াউর রহমানের জন্মদিনে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ছিলেন সর্বযোগ্য ও মেধাবী। তিনি রাষ্ট্র পরিচালনায় সফল রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছেন। এই দিনে জিয়াউর রহমানের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী আনসারী, অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল ‘কমল’।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।