নেত্রকোনায় জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের (বীরউত্তম) ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এস এম মুসা, পৌর বিএনপির সম্পাদক মো. আমিনুল হক আমিন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।