গোপালগঞ্জে পায়ে গুলিবিদ্ধ ডাকাতকে আটক করেছে পুলিশ

গোপালগঞ্জ সদর হাসপাতালে পায়ে গুলিবিদ্ধ ডাকাত সদস্য শওকত মুন্সি। ছবি : এনটিভি
গোপালগঞ্জে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকা থেকে শওকত মুন্সি (৩৫) নামের ওই ডাকাতকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, গতকাল গভীর রাতে মান্দারতলা সড়কে দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শওকত মুন্সি। এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে সাত/আটজনের একদল ডাকাত সদস্য দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে।
এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে শওকত হোসেন নামের এক ডাকাত সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করেছে।
আহত ওই ডাকাত সদস্যকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।