রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর কলাবাগান থানা এলাকার লেক সার্কাস রোডের একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলো সুমন, রেশমা, বীথি, রাব্বি, অয়ন, রুবি ও মমতা। তাদের মধ্যে মমতার অবস্থা গুরুতর।
ঢাকা ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টিনের চালের বাড়িটিতে আগুন লেগে যায়। আগুনে সাতজন দগ্ধ হয়। এ ঘটনায় বাড়িতে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।
বিস্ফোরণের খবর পেয়ে মোহাম্মদপুর ও পলাশী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান ডিউটি অফিসার মনিরুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের প্রতিবেশী মো. জুলফিকার বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সুমন, তাঁর স্ত্রী রেশমা ও ছয় থেকে ১৬ বছর বয়সের তিন শিশু-কিশোর ও দুই নারী রয়েছেন। দুই নারীর অবস্থাই গুরুতর। তাঁদের পুরো শরীরই ঝলসে গেছে। তিনি বলেন, বাকিদের শরীরের কারো ৫০ ভাগ, কারো ৭০ ভাগ দগ্ধ হয়েছে। তবে চিকিৎসক এখনো বিস্তারিত কিছু জানাননি। জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে তাদের ওয়ার্ডে নেওয়া হচ্ছে।