চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেলকে আজ শুক্রবার ভোররাতে গোমস্তাপুরের চৌডালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, চারটি ককটেল ও ইসলামী ছাত্রশিবিরের কিছু বই জব্দ করার দাবি করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, চারটি ককটেল ও জিহাদি বই জব্দ করা হয়।
ওসি দাবি করেন, শহীদুল গোমস্তাপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।