হজে যাওয়া হলো না মরিয়মের

কিশোরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মরিয়ম নেছা (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম নেছা কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের মুক্তিযোদ্ধা এ বি এম আলাউদ্দিনের স্ত্রী।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বড়পুল এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে হিমু পেট্রোল পাম্পের কাছে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান মরিয়ম নেছা। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে স্বামী এ বি এম আলাউদ্দিন অক্ষত রয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলাউদ্দিনের স্ত্রী মরিয়ম নেছা স্বামীর সঙ্গে হজে যাওয়ার পাথমিক প্রস্তুতি পাসপোর্ট করতে যাচ্ছিলেন। এজন্য স্বামী-স্ত্রী একসঙ্গে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন।
নিহত মরিয়মের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি মো. আবুবকর সিদ্দিক।