রাজধানীতে ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

ডাকাতি মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব)। র্যাব বলছে, তারা বিভিন্ন সময় ময়মনসিংহের নানা ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।
গতকাল শুক্রবার রাজধানীর সবুজবাগ, মুগদা এবং কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-৩-এর একটি দল ওই চারজনকে গ্রেপ্তার করে। র্যাবের সহকারী পুলিশ সুপার ফারজানা হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ডাকাত দলের প্রধান আরিফ (২৫), আজগর আলী (২০), শাকিব (২০) ও আব্দুল খালেক (৪৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামিরা রাজধানীর সবুজবাগ, মুগদা, এবং কদমতলী থানাধীন এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সেনাবাহিনীর পোশাক সাদৃশ্য একটি প্যান্ট, ১০টি মোবাইলফোন, ১০টি সিম কার্ড এবং নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।