ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে মাহেন্দ্র। ছবি : এনটিভি
ময়মনসিংহের সদর উপজেলার আলালপুর নামক স্থানে মাহেন্দ্র ও হ্যান্ডট্রলির সংঘর্ষে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার রাত সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নানি হালিমা (৫২) ও নাতি সানি (৭)। তাদের বাড়ি তারাকান্দা উপজেলার দুগাছি গ্রামে।
দুর্ঘটনায় আহতরা হলেন আনারুল (২৬), জৈয়ন উদ্দিন (৬০), রহিনি পাল (৬০), ফরহাদ (৪০) ও একজন অজ্ঞাত।
পুলিশ জানায়, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হতাহতরা সবাই মাহেন্দ্রযাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’