ময়মনসিংহে পৃথক ঘটনায় তিন খুন

ময়মনসিংহে পৃথক ঘটনায় ছেলের হাতে বাবাসহ তিনজন খুন হওয়ার ঘটনা ঘটেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ফুলবাড়ীয়া, তারাকান্দা উপজেলায় পৃথক এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীয়া উপজেলার পাটুলির আবদুল খালেক, তারাকান্দা উপজেলার নগুয়া গ্রামের মনির উদ্দিন ও ঢাকিরকান্দা গ্রামের বাবুল মিয়া।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়ার আছিম পাটুলী গ্রামের লিটন কোনো কাজ না করায় বাবা আবদুল খালেকের সঙ্গে সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে লিটনকে গ্রেপ্তার করেছে।
তারাকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বানিহালা ইউনিয়নের নগুয়া গ্রামে জমি নিয়ে চাচা মুনির উদ্দিনের সঙ্গে ভাতিজা মাহবুবুরের ঝগড়া বাধে। একপর্যায়ে ভাতিজার থাপ্পরে চাচা মনির উদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অপরদিকে একই উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের সামিউল ও শাহজাহানের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে ঝগড়া বাধে। এ সময় প্রতিবেশী বাবুল মিয়া (৫০) তাদের ঝগড়া থামাতে গেলে লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।
পৃথক এ হত্যার ঘটনায় থানায় আলাদা মামলা করেছে নিহতের স্বজনরা।