মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কোনো বিকল্প নেই। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের আরো বেশি আন্তরিক হতে হবে। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত তাঁকে দেওয়া সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি গরিব ও দুস্থ বিচারপ্রার্থীদের সহায়তায় প্রতি মাসে অন্তত একটি মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করা আইনজীবীদের মূল উদ্দেশ্য।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। আইনের শাসন সুপ্রতিষ্ঠার জন্য আইনজীবী ও বিচারকদের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। সব অনিয়মের বিরুদ্ধে আইনজীবী ও বিচারকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এর ফলে আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে সুশাসন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম।
অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মো. মাহবুব-উল-ইসলাম, জেলা জজশিপের বিচারকবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।