মানিকগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন দূর্জয়

মানিকগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়। ছবি : এনটিভি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়। সামিট কমিউনিকেশন পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আজ শুক্রবার দুপুরের দিকে ১১ নম্বর বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এএম নুরুর রহমান দূর্বার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ডেপুটি কমিশনার আব্দুল আজিজ, সামিট কমিউনিকেশনের প্রতিনিধি এনায়েত কবির, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠুসহ সংসদ সদস্য দুর্জয়ের পরিবারের অন্য সদস্যরা। এছাড়া ঘিওর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।