মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা। ছবি : এনটিভি
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে বিধবা ভাতা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদের সদস্যরাসহ এলাকাবাসী দুর্নীতিমুক্ত ইউনিয়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী, খোরশেদ আলী ও নারী সংরক্ষিত আসনের সদস্য কাজী পিয়ারা বেগম ছাড়াও এলাকাবাসীর পক্ষে কয়েকজন বক্তব্য দেন।