মানিকগঞ্জে অসহায় পরিবারকে ইফতারসামগ্রী দিল ‘জনস্বার্থে আমার সংগঠন’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লড়ছে সারা দেশ। এর মধ্যেই আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। আর এ জন্য কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। ফলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়ছে তাঁদের জন্য। তাই এসব কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে মানিকগঞ্জের ‘জনস্বার্থে আমার সংগঠন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যেই পবিত্র রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জের বিভিন্ন অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এর মধ্যেই অসহায় কিছু পরিবারের পাশে এসেছে দাঁড়িয়েছে ‘জনস্বার্থে আমার সংগঠন’। এলাকার কিছু প্রবাসী চাকরিজীবী ও কলেজপড়ুয়াসহ কিছু মানুষ নিয়ে গঠিত এ সংগঠন। নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে ৫০টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করে সহমর্মিতার হাত বাড়িয়েছে তারা। প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে এর মধ্যেই মুড়ি, চিনি, ছোলা, আটা পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।
‘জনস্বার্থে আমার সংগঠন’-এর পক্ষ থেকে আরো বলা হয়, পবিত্র রমজান মাস সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করেছে এ সংগঠন, যেন পরিবার-পরিজন নিয়ে এই অসহায় পরিবারগুলো অন্তত কয়েক দিন চলতে পারেন।

‘জনস্বার্থে আমার সংগঠন’-এর সভাপতি মো. ইয়াসিনুর রহমান বলেন, ‘আমরা হয়তো বড় পরিসরে কার্যক্রম চালাতে পারছি না, তাও এই ক্ষুদ্র প্রয়াসে কিছু পরিবার তো কয়েকটা দিনের জন্য চলতে পারবে। সমাজে যাঁরা বিত্তবান, তাঁরা যদি এসব পরিবারের দিকে একটু নজর দেয়, তাহলেই পরিবারগুলো বেঁচে যায়। অন্য তরুণরাও এভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে আসতে পারে।’
ইফতার বিতরণ কাজে অন্যদের মধ্যে সংগঠনটির সভাপতি মো. ইয়াসিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. মনির হোসেন, মো. রুহুল আমিন ও আরাফাতসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।