ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর গৌরীপুর-ভৈরব পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি : এনটিভি
ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশনের কাছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচুত হওয়ার পাঁচ ঘণ্টা পর গৌরীপুর-ভৈরব পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ের লোকো ইনচার্জ আবদুর রহিম জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচুত হয়। পরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় বগিগুলো সরিয়ে নেয়। এরপর ময়মনসিংহ-গৌরীপুর ও ভৈরবের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।