ভৈরবে ১০ কেজি গাঁজা জব্দ, চালক-হেলপার আটক

কিশোরগঞ্জের ভৈরবে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ অভিযোগে চালক মুর্শিদ মিয়া ও তাঁর সহকারী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় এলাকা থেকে গাঁজাগুলো জব্দ ও তাদের আটক করা হয়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখে জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এরপর বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে থাকে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জগামী ওই মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। ওই মাইক্রোবাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পুঁটলি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে মাইক্রোবাসটি জব্দসহ এর চালক ও সহযোগীকে আটক করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. আমজাদ শেখ।