ভৈরবে ডাকাত সর্দার ‘গুরু তাহের’ গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃজেলা ডাকাত সর্দার তাহের মিয়া ওরফে গুরু তাহেরকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাহের ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হবে।
তাহের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ভৈরব, আশুগঞ্জ, কুলিয়ারচরসহ আশপাশের বিভিন্ন থানায় একাধীক মামলা আছে বলে জানায় পুলিশ।
ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘উপপরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ সোমবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাহেরকে গ্রেপ্তার করে।’
তাহের দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল জানিয়ে ওসি আরো বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’