ছাত্র আন্দোলনে হামলায় বৈষম্যবিরোধীর বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গতকাল রোববার (৬ জুলাই) মধ্যরাতে শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পরপরই সেনাবাহিনী তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ শেষে ফেরার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সাকিবের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে মাহদী হাসান, মো. রকি, অন্তর মিয়া ও সাইদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ১১ মে হবিগঞ্জ সদর থানায় সাকিবকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে এই মামলার অন্য আসামিদের মধ্যে মো. নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজুকে হামলার দিনই (১১ মে) জনতা ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তারা কারাগারে আছেন। একই মামলায় আরও দুই আসামি নুর মিয়া (নুরা) ও জনি রায়ও কারাগারে রয়েছেন। সাকিব গ্রেপ্তার হওয়ায় এই মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো।