নড়াইলে নারীকে কুপিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

নড়াইলে ছিনতাইয়ের ঘটনায় আহত সানজিদা রহমান আদরী। ছবি : এনটিভি
নড়াইলে সানজিদা রহমান আদরী নামের এক নারীকে কুপিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে জেলার শেখ রাসেল সেতুর পাশে সীমাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই নারীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, পৌরসভার ইপিআই টিকাদান কর্মী সানজিদা রহমান আদরী রাতে গৃহস্থালী কাজে ঘরের বাইরে বের হলে হামলার শিকার হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী কিছু দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। এ সময় কুপিয়ে জখম করে ফেলে দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় আদরীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে নেমে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।