নৌকায় লিবিয়া থেকে ইতালিতে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টা ৩১ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপলিস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রদত্ত আউটপাসে দেশে ফেরেন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। চার্টার ফ্লাইটে তারা দেশে ফিরেন। এসময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য লিপিবদ্ধকরণের সময় সিআইডি ও এনএসআইর সহযোগিতায় মানব পাচার চক্রের এজাহারভুক্ত ওই আসামীকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন (৪২) ফেনীর সদর উপজেলার মধুআই গ্রামের দলিলুর রহমানের সন্তান।
জসীম উদ্দিন জানান, সাখওয়াত দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আরেকটি মামলার তথ্য পাওয়া গিয়েছে। শিগগিরই মামলাগুলো সিআইডি অধিগ্রহণ করে আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত সাখাওয়াত হোসেন ৪০০ থেকে ৫০০ বাংলাদেশী নাগরিককে চারটি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করে। এর মাধ্যমে সে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে রয়েছেন—বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)। এছাড়া অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের সহযোগীর নামও উঠে এসেছে, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল।
সিআইডি জানায়, মানব পাচার প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।