‘ভুয়া’ ভেবে হামলার শিকার ৪ সিআইডি পুলিশ

যশোরে অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়ে আহত হয়েছেন সিআইডি পুলিশের চার সদস্য। আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কনস্টেবলের অবস্থা গুরুতর। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে শহরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিআইডি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই জাহিদ হোসেন ও কনস্টেবল শহিদুল ইসলাম রাজারহাট এলাকায় অভিযানে যান। এরপর ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে আটক করেন।
এ সময় তুষারের লোকজন ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার দিয়ে সিআইডি পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে চারজন আহত হন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তুষার দাবি করেছেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করলে তিনি এক পুলিশ সদস্যকে ঘুষি মারেন। পরে স্থানীয়রা তাদের সঙ্গে মারপিঠ করে।
তবে সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম এ অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সদস্যরা অভিযানে গেছেন। তুষারের বিরুদ্ধে মামলাও আছে, অহেতুক কাউকে তারা ফাঁসাবেন কেন?
সিদ্দিকা বেগম আরও বলেন, বুধবারের ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কোতোয়ালি থানার পুলিশ কাজ করছে।