বাকিতে মাদক না পেয়ে খুন, ঘাতক গ্রেপ্তার

রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা দিতে অস্বীকৃতি জানানোয় মো. হীরা (৩২) নামে এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক মো. জীবন মিয়াকে (৩০) কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, গত বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে বংশালের মালিটোলা এলাকার ৪৮ নম্বর গোলক পাল লেনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় জীবন মিয়া বাকিতে দুটি ইয়াবা ট্যাবলেট চাইলে হীরা তা দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। একপর্যায়ে জীবন একটি ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুকের বাম পাশ ও পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।
মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, ঘটনার পর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা থেকে ঘাতক জীবন মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।
আদালতে হাজির করা হলে মো. জীবন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার জীবন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।