নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : হাতাহতদের পরিবারকে জেলা আ.লীগের অর্থ সহায়তা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের হাতে সহায়তার টাকা তুলে দেন জেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ৩১ এবং আহত আটজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে হতাহতদের প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।
তল্লা বড় জামে মসজিদ ঈদগা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক ইকবাল পারভেজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর বীরু। এ সময় নিহতদের স্মরণে দোয়া করা হয়।