নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু

গতকাল এনটিভিতে সংবাদ প্রচারের পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে অবৈধ সংযাগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার প্রায় ২০০ বাড়ির অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক জসিমউদ্দিন, সহকারী পরিচালক ও পরিদর্শক রবিউল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় ৩১ জন নিহত হওয়ায় জেলার সর্বত্র অবৈধ গ্যাস লাইন সংযাগ বিচ্ছিন্ন করার দাবি উঠে। জেলায় প্রায় ৫০ হাজার আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযাগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের সহায়তায় এসব অবৈধ সংযোগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।