দিল্লিতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ভৈরবে প্রতিবাদ

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের হামলা, গণহত্যা এবং মসজিদসহ বাড়ি-ঘরে অগ্নিসংযোগ বন্ধের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড নূরানি মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের সাধারণ ধর্মপ্রাণ কয়েকশ মুসল্লি অংশ নেয়।
সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সভাপতিত্বে এবং ছাত্রনেতা ইকবাল হোসাইন ও শরীফুল ইসলাম রিজনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ছাত্রনেতা শাব্বীর আহমাদ। আরো বক্তব্য দেন ডা. মাওলানা আনাস মাহমুদ, মুফতি নাজমুল ইসলাম, মুফতি জাবের আহমাদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আশরাফুল ইসলাম রাদীফ, মাওলানা আল-আমীন সাদী, মাওলানা দ্বীন ইসলাম, মুহাম্মাদ শাহ আলী সাদ মাহমুদ, আনাস রহমান উজ্জ্বল, জাহিদ হাসান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মুসলিম গণহত্যা এবং মসজিদসহ বাড়িঘরে অগ্নিসংযোগ বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি আসন্ন মুজিববর্ষের কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিল করার দাবি করেন। তাঁকে মানবতাবিরোধী উল্লেখ করে তাঁরা বলেন, মোদি মুজিববর্ষের কর্মসূচিতে অংশ নিলে দেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হবে।