‘তীর লিটল শেফ’ : ময়মনসিংহে অ্যাডভান্স কার্ড পেল দুজন

‘তীর লিটল শেফ’ সিজন ২-এর অডিশনে ঢাকা রাউন্ডের জন্য অ্যাডভান্স কার্ড পেয়েছে ময়মনসিংহের মৌমিতা চৌধুরী ও সব্যসাচী দাস। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরো দুজন- শরীফুল ইসলাম ও নাইয়ান শাহরিয়ার। আজ বুধবার দুপুরে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।
এর আগে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে ‘তীর লিটল শেফ’ রিজিওনাল অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলার ১২ জন প্রতিযোগী প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে নারী সাতজন। এ রাউন্ডে রেজিস্ট্রেশন করেন ৭০ জনের অধিক প্রতিযোগী।
লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষার ভাইভা অনুষ্ঠিত হয়। তাতে বিভিন্ন ধরনের সবজি ও মশলার ওপর পরিচিতি যাচাই এবং রান্নার বিভিন্ন মেনুভিত্তিক পারদর্শিতা বিষয়ে জানতে চাওয়া হয়।
১২ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরী প্রতিযোগিরাই কেবল এই অডিশনের জন্য সুযোগ পেয়েছে। ‘তীর লিটল শেফ’ প্রতিযোগিতার আয়োজক সিটি গ্রুপ, মিডিয়া পার্টনার এনটিভি।
ঢাকা অডিশন রাউন্ডের জন্য অ্যাডভান্স কার্ড পাওয়া মৌমিতা চৌধুরী ও সব্যসাচী দাস তাদের প্রতিক্রিয়ায় বলেছে, তাদের মাঝে লুকিয়ে রয়েছে একেকজন ক্ষুদে শেফ। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতেই তারা এ প্রতিযোগিতায় এসেছে। তারা চায় বাংলাদেশি প্রিয় খাবারগুলো বিশ্বের মানুষের কাছে পরিচিত করতে।
ফাইনাল রাউন্ড শেষে চ্যাম্পিয়ান শেফকে পাঁচ লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।