ট্রেনে শরীর তল্লাশি করে মিলল হাজার হাজার পাউন্ড-সৌদি রিয়াল

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে একটি ট্রেন থেকে ২৬ লাখ আট হাজার ৭০০ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ রাসেল শেখ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। রাসেল শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (অর্থ পাচার) রাসেল শেখের বিরুদ্ধে মামলা করেছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
ওসি আরো জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন আজ মঙ্গলবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তখন ওই ট্রেনের ট নম্বর বগিতে তল্লাশি চালায় তারা। এ সময় ট্রেন যাত্রী রাসেল পুলিশ দেখে ট্রেন থেকে নেমে যেতে চাইলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে জুতা ও শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ১০০ ব্রিটিশ পাউন্ড ও ৫০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করে পুলিশ, যা বাংলাদেশি টাকায় ২৬ লাখ আট হাজার ৭০০ টাকার সমপরিমাণ। এ সময় রাসেল শেখ উদ্ধার করা অর্থের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
উদ্ধার হওয়া এসব মুদ্রা সিলেট থেকে হুন্ডির মাধ্যমে সংগ্রহ করে ঢাকায় আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে রাসেল নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।