গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’, যুবকের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী এক শিশুকে (৮) ধর্ষণ করা হয়েছে বলে রইচ খান (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এরপর গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন চিকিৎসক।
এরই মধ্যে এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
ওই শিশুর মা জানান, তিনি গ্রামের মধ্যে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। গত মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি তাঁর প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে চলে যান। ওই সময় প্রতিবেশী বখাটে রইচ খান শিশুটিকে ফুসলিয়ে ঘর থেকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুর মা কর্মস্থল থেকে ফিরে মেয়ের কাছে এ ঘটনার বর্ণনা শুনে পুলিশকে অবহিত করেন। পরদিন বুধবার তিনি বাদী হয়ে রইচকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ‘গত মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা ওই শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। এরই মধ্যে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক জানান, পরীক্ষার পর প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমরা দ্রুত এর রিপোর্ট দিয়ে দেব।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু নাঈম জানান, এ ঘটনায় অভিযুক্ত রইচকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।