আশুগঞ্জে পাঁচ কেজি গাঁজা জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার বেলা ১১টার দিকে তল্লাশি করে পাঁচ কেজি গাঁজাসহ আটক শাকিল। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শাকিল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে আশুগঞ্জ টোলপ্লাজায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় শাকিল নামের ওই যুবক ব্যাগ নিয়ে যাচ্ছিল। তাঁকে দেখে সন্দেহ হলে তাঁর ব্যাগে তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগ থেকে দুটি প্যাকেটে রাখা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় শাকিলকে আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে এটি একটি চলমান প্রক্রিয়া। কাউকে মাদক ব্যবসা বা বিক্রি করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।’