কুড়িগ্রামে চার মাসে ৫ কোটি টাকার মাদক জব্দ

কুড়িগ্রামে গত চার মাসে প্রায় সোয়া পাঁচ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল পর্যন্ত বিগত চার মাসে এই মাদক জব্দ করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেও সীমান্ত দিয়ে পাচারের সময় ১৪০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বেশিরভাগ কুড়িগ্রামের সীমান্তবর্তী পাঁচটি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় জব্দ করা হয়। সীমান্তবর্তী উপজেলাগুলো হলো—ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, রৌমারী ও চর রাজিবপুর।
লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। চলতি বছরের গত ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত এক হাজার ২৮৫ বোতল ভারতীয় মদ, ১০৮ দশমিক পাঁচ কেজি গাঁজা এবং সাত হাজার ৬৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য পাঁচ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা।