পকেটে ২১৮ কোটি টাকার লটারি! জানতেন না ভদ্রলোক

জার্মানির এক লোক তার জ্যাকেটের পকেটে ছয় মাস ধরে এক কোটি ৫৩ লাখ ইউরোর (বাংলাদেশি টাকায় ২১৮ কোটি টাকারও বেশি) একটি লটারির টিকিট ফেলে রেখেছিলেন। লটারির আয়োজকরা যখন বিজয়ীর সন্ধানে রাস্তার দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন ফ্রাঙ্কফার্টের ওই ভদ্রলোক তখনো ভাবছিলেন কে সেই ভাগ্যবান, যে এতোবড় একটি পুরস্কার পেয়েছে। খবর এএফপির।
মার্চ মাসের ওই লটারির বিজয়ী সম্পর্কে যখন রেডিওতে খবর প্রচারিত হচ্ছিল তখনো ভদ্রলোক ভাবছিলেন, এত বিপুল অর্থ না নিতে পারা লোকটা কতটা নির্বোধ হতে পারে!
তবে মার্চ পেরিয়ে আবহাওয়া যখন এই শীতে মোড় নিল তখন লোকটির মনে পড়লো তার জ্যাকেটের কথা। সেদিন ঠান্ডা পড়ায় গায়ে জড়ালেন তার পছন্দের জ্যাকেটটি। পকেটে পেলেন একটি পুরনো লটারির টিকিট। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার মাথায় কখনো আসেনি যে লটারি কর্তৃপক্ষ যে লোকটির খোঁজ করছে সেই ব্যক্তিটি আমিই হতে পারি।’
লটারির নম্বর মিলিয়ে পুরস্কার নিশ্চিত হয়ে ওই জার্মান ভদ্রলোক আর তার স্ত্রী শপথ করলেন এই খবর কাউকে জানাবেন না। ওই দম্পতি এখন পরিকল্পনা করছেন একটি নতুন সোফা কেনার জন্য তারা প্রচুর অর্থ খরচ করবেন।