উত্তর কোরিয়া ও মিয়ানমারের প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়া ও মিয়ানমারের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল তৈরি করছে এমন একটি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই নেটওয়ার্কটি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে বোমা এবং বোমা তৈরি নির্দেশিকা সংগ্রহ করছিল।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করার পাশাপাশি ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী কর্তৃক বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে হামলা বন্ধ করা।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল মিয়ানমার-ভিত্তিক অস্ত্র সংগ্রহকারী সংস্থা রয়্যাল শুনে লেই কোম্পানি লিমিটেড এবং এর মূল কর্মীরা, যার মধ্যে রয়েছেন এর একজন পরিচালক আং কো কো উ এবং কিয়াও থু মায়ো মিন্ট ও টিন মায়ো আং নামের কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের (কোমিড) বেইজিং-ভিত্তিক ডেপুটি প্রতিনিধি কিম ইয়ং জু মিয়ানমারের বিমান বাহিনীর জন্য দুই ধরনের আকাশ বোমা নির্দেশিকা কিট, বোমা এবং আকাশ থেকে পর্যবেক্ষণ সরঞ্জামের বিক্রয় সমন্বয় করতেন।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে, কোমিড যা ২২১ জেনারেল ব্যুরো নামেও পরিচিত, উত্তর কোরিয়ার প্রাথমিক অস্ত্র ব্যবসায়ী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত সরঞ্জামের রপ্তানিকারক হিসাবে কাজ করে।

বিবৃতিতে বলা হয়েছে, নাম চল উং নামের একজন উত্তর কোরীয় নাগরিক দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ব্যবসার একটি নেটওয়ার্কের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার করছিলেন। তাকে পিয়ংইয়ংয়ের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য মনোনীত করা হয়েছিল। ওই ব্যক্তি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিলেন।
তবে এ বিষয়ে মিয়ানমারের সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি অফিস ও মিয়ানমারের ওয়াশিংটন দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।