এবার শুল্কের আওতায় ওষুধ ও গৃহস্থালি সামগ্রী, ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বাণিজ্য শুল্ক ঘোষণা করেছেন। এর আওতায় এবার ওষুধ, বড় ট্রাক, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী অন্তর্ভুক্ত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে আবার নতুন করে সামনে আনলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ট্রাম্প এই কঠোর বাণিজ্য নীতির ঘোষণা দেন। গত এপ্রিল মাসের পর এটি তার সবচেয়ে কঠোর পদক্ষেপ। খবর বার্তা সংস্থা এএফপির।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগামী ১ অক্টোবর থেকে যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে এর থেকে বাচার শর্ত হলো, কোম্পানিটিকে অবশ্যই আমেরিকায় তাদের ওষুধ উৎপাদন কারখানা তৈরি করতে হবে।
একই সঙ্গে বিশ্বের অন্য দেশে তৈরি সব ‘ভারী ট্রাকের’ ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথাও ঘোষণা করেন তিনি। এই শুল্কের কারণ হিসেবে তিনি বলেন, এটি প্রধানত জাতীয় নিরাপত্তার জন্য জরুরি।
এছাড়া ১ অক্টোবর থেকে রান্নাঘরের ক্যাবিনেট, বাথরুমের ভ্যানিটি এবং এর সঙ্গে সম্পর্কিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি, আপহোলস্টারড আসবাবপত্রের ওপরও ৩০ শতাংশ শুল্ক ধার্য করা হবে। এই ঘোষণার পর আসবাবপত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম দ্রুত কমে গেছে।

এই নতুন শুল্ক আমেরিকার অর্থনীতিতে মূল্যস্ফীতির শঙ্কা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ আধুনিক মার্কিন নীতির সম্পূর্ণ বিপরীত। তবে তিনি নিজস্ব সংরক্ষণবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনর্গঠন করতে চান। এর আগেও প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন।