গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জনই নারী বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন বিশ্বজুড়ে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।
ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে বিশ্ব নেতাদের কাছে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানানোর জন্য আহ্বান করার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এই আহ্বানে সাড়া দিয়ে অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই পদক্ষেপের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এই কূটনৈতিক উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিতে যুক্তরাজ্যের সঙ্গে যোগ দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় হতাহতের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ হাজার ৩৪৪ জন নিহত ও এক লাখ ৬৬ হাজার ৭৯৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।