ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজা যুদ্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে যুগান্তকারী ঘোষণা দেন। একই দিনে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় কিয়ার স্টারমার বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য শান্তির আশা এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’
একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তোলার জন্য আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।
একই সময়ে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আজকের এই স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধানের প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতিফলন। এটিই ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য টেকসই শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ।
যুক্তরাজ্যের এই পদক্ষেপ দেশটির পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন। কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামীকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হলে ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।