ভারতে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের চাশোটি গ্রামে ভয়াবহ ক্লাউডবার্স্টের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। খবর এনডিটিভির।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তীর্থযাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
পিটিআইকে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার হওয়া ৯৮ জনের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা বলেন, “চাশোটি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে, যা মচাইল যাত্রার শুরুর স্থান। উদ্ধার অভিযান শুরু হয়েছে।”
উধমপুর বেস থেকে আধুনিক সরঞ্জামসহ এনডিআরএফ-এর ১৮০ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরের উদমপুরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার কাছ থেকে খবর পাওয়ার পর তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। তিনি এএনআইকে বলেন, “ক্লাউডবার্স্টটি এতটাই ভয়াবহ যে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রশাসন দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এবং প্রয়োজন হলে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দপ্তর জানিয়েছে, তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সব ধরনের ত্রাণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী কিশতওয়ারে ভয়াবহ ক্লাউডবার্স্টে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।”

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “চাশোটি কিশতওয়ারের ক্লাউডবার্স্টে গভীর শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।”