থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, জনতার ভিড়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয় এবং মুহূর্তেই পদদলিতের ঘটনা ঘটে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার মানুষ জমায়েত হয়েছিল। থালাপতি বিজয় নামাক্কাল থেকে ফেরার পথে করুরে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি পৌঁছাতে দেরি করেন সাত ঘণ্টারও বেশি। এর মধ্যেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর এনডিটিভির।
অতিরিক্ত ভিড় ও গরমে মানুষেরা দমবন্ধ অনুভব করতে শুরু করলে বিজয় ভাষণ থামিয়ে বোতলে করে পানি ছুঁড়ে দেন জনতার দিকে, যা ভিডিওতে ধরা পড়েছে।
ডিএমকে নেতা ভি সেন্টিল বলাজি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তথ্য জানার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় রাজ্য সরকারের কাছে প্রতিবেদন চেয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শোক প্রকাশ করে বলেন, "এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।"
ঘটনার পর বিজয় তিরুচির বিমানবন্দর থেকে চেন্নাই ফিরে আসেন। গণমাধ্যমকে এড়িয়ে তিনি পরে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমার হৃদয় ভেঙে গেছে, আমি গভীর বেদনার মধ্যে আছি।"
এদিকে, করুর জেলা টিভিকে সম্পাদক মুতিয়াঝাগনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

এর আগে, বিজয়ের প্রথম জনসভাতেও বিশাল ভিড়ের কারণে তিরুচিতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়েছিল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুলিশ টিভিকের সভার জন্য ২৩টি শর্ত দিয়েছিল। আদালতও বিজয়ের দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল।