চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

অভিনয় থেকে রাজনীতির মাঠে নামা তামিল চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয়ের একটি সমাবেশে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে শিশুসহ ৩৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের কারুর জেলায় ওই রাজনৈতিক সমাবেশে প্রায় ছয় ঘণ্টা ধরে লোকজন অপেক্ষা করছিলেন থালাপতি বিজয় আসার জন্য। তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয় একেবারে শেষ সময়ে ওই সমাবেশে যোগ দেন। খবর এনডিটিভির।
তামিল নাড়ুর সরকারি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ৪০০ জনকে হাসপাতালে আনা হচ্ছে।
রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রানিয়াম কারুরে ছুটে গেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কারুর জেলার সচিব সেনথিবালাজিকে পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করতে বলেছেন। মুখ্যমন্ত্রী স্টালিন সামাজিক মাধ্যম এক্সে তার পোস্টে বলেন, কারুর থেকে উদ্বেগজনক খবর আসছে। পদদলিত হয়ে যারা জ্ঞান হারিয়েছেন তাদের হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসভার স্থানটিতে লোকজন উপচে পড়ছিল এবং তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এ সময় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভি) দলের প্রধান থালাপতি বিজয় তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন কর্মী এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতামূলক বেল বাজান। একপর্যায়ে থালাপতি বিজয় তার বক্তব্য বন্ধ করে দেন এবং প্রচারণার কাজে ব্যবহার করা বাস থেকে পানির বোতল ছুড়তে থাকেন।

বার্তা সংস্থা পিটিআই জানায়, অ্যাম্বুলেন্সগুলোকে ভিড় ঠেলে ঘটনাস্থলে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল।
থালাপতি বিজয়ের বিরুদ্ধে এর আগেও সমাবেশ করার সময় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সম্প্রতি পুলিশ তার সমাবেশে ২৩টি শর্ত আরোপ করে সমাবেশের অনুমতি দেয়।