ইসরায়েলে অস্ত্র পরিবহণের অভিযোগ, সৌদি কোম্পানির অস্বীকার

ইসরায়েলে অস্ত্র পরিবহণের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে সৌদি আরবের ন্যাশনাল শিপিং কোম্পানি (বাহরি)।
সোমবার (১১ আগস্ট) কোম্পানির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাহরি জানায়, “এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।”
কোম্পানিটি জোর দিয়ে বলেছে, তারা ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত নীতি এবং স্থানীয় ও আন্তর্জাতিক সমুদ্র পরিবহণ আইন-কানুন কঠোরভাবে মেনে চলে।
বাহরি স্পষ্ট করেছে যে, তারা কখনও ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না।
কোম্পানিটি আরও জানায়, তাদের সব কার্যক্রম কঠোর তদারকি ও স্পষ্ট পর্যালোচনার মধ্য দিয়ে পরিচালিত হয়, যাতে সংশ্লিষ্ট সব বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের নীতি বা সুনাম ক্ষুণ্ন করতে পারে এমন যে কোনো দাবির বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।

এর আগে, ইতালীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইতালির জেনোয়া বন্দরে শ্রমিকরা বাহরি ইয়ানবু নামের একটি সৌদি জাহাজ আটকে দেয়, যা নাকি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশে অস্ত্র বহন করছিল। তবে বাহরি এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।