যুদ্ধবিরতি নয়, নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হচ্ছেন না, বরং তিনি ইউক্রেনে ‘নতুন আক্রমণাত্মক’ অভিযানের জন্য তার সৈন্যদের প্রস্তুত করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের ঠিক আগে জেলেনস্কি এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, পুতিন ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে ‘ব্যক্তিগত বিজয়’ হিসেবে দেখাতে চান, যাতে তিনি ইউক্রেনে আগের মতোই যুদ্ধ চালিয়ে যেতে পারেন। তিনি বলেন, তারা (রাশিয়া) তাদের সৈন্য ও বাহিনীকে এমনভাবে সাজাচ্ছে যা নতুন আক্রমণের ইঙ্গিত দেয়। যদি কেউ শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে সে এটি করে না।
ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া ইতিমধ্যে জাপোরিঝিয়া অঞ্চলে আরও আক্রমণের জন্য সামরিক ইউনিট স্থানান্তর করছে।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে যে কোনো ধরনের ছাড় দেওয়া হত্যাকাণ্ড বন্ধ করতে উৎসাহিত করবে না।
ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে শান্তি আলোচনার জন্য কিছু জমি ছেড়ে দিতে হতে পারে। তিনি বলেন, কিছু জমি বিনিময় চলবে। আমি জানি যে রাশিয়ার মাধ্যমে ও সবার সঙ্গে কথোপকথনের মাধ্যমে এটা করা হবে। এটা ইউক্রেনের ভালোর জন্য। তবে, ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের প্রথম দুই মিনিটেই তিনি বুঝতে পারবেন যে আলোচনা সফল হবে কিনা।

অন্যদিকে, ইউরোপের ২৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি তাদের ‘দৃঢ় সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অবশ্যই আন্তর্জাতিক আইন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে। তারা আরও বলেন, যেকোনো শান্তি আলোচনা ইউক্রেনকে অন্তর্ভুক্ত করেই হতে হবে, তাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও একই ধরনের বার্তা দিয়েছেন।