দীর্ঘ ৭ বছর পর চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর

ইরাকের মসুল শহরের বিমানবন্দরটি দীর্ঘ সাত বছর পর আবার চালু হলো। আজ বুধবার (১৬ জুলাই) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি নতুন করে তৈরি করা এই বিমানবন্দরটি উদ্বোধন করেছেন। ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুদ্ধের সময় বিমানবন্দরটি পুরোপুরি ভেঙে গিয়েছিল। খবর এএফপির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুদানি নিজেই বিমানবন্দরটিতে নেমেছেন। আশা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের জন্য পুরোপুরি চালু হয়ে যাবে। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, এই বিমানবন্দর মসুলকে ইরাকের অন্য শহর এবং বাইরের দেশগুলোর সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।
২০১৪ সালের জুনে মসুল শহর দখল করে নেয় আইএস। ইরাক ও প্রতিবেশী সিরিয়ার অনেক এলাকা দখল করার পর তারা মসুল থেকে নিজেদের শাসন ঘোষণা করেছিল। কয়েক বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর ২০১৭ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাহায্যে ইরাকের সেনারা মসুলকে আইএসমুক্ত করে। ওই বছরের শেষের দিকে ইরাকে আইএসের পুরোপুরি পরাজয় হয়।
যুদ্ধের কারণে মসুল বিমানবন্দরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে আইএস দখলের পর থেকে এটি বন্ধ ছিল। ২০২২ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি এই বিমানবন্দর আবার নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেন।

বিমানবন্দরের পরিচালক আমর আল-বায়াতি জানিয়েছেন, বিমানবন্দরটি এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে কবে থেকে ফ্লাইট চলাচল শুরু হবে তা এখনও জানানো হয়নি। তিনি আরও বলেন, আগে এই বিমানবন্দর থেকে বেশিরভাগ ফ্লাইট তুরস্ক ও জর্ডানে যেত।
প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, এখন এই বিমানবন্দরে একটি আধুনিক টার্মিনাল, ভিআইপি লাউঞ্জ ও উন্নত রাডার ব্যবস্থা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতি বছর প্রায় ৬ লাখ ৩০ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এই বিমানবন্দর চালু হওয়ায় মসুল এলাকার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।