ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত এক, আহত ১৮

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও ১৮ জন। আজ বুধবার (১৬ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থানকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর আলজাজিরার।
এদিকে, এই হামলার ঘটনায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) তীব্র নিন্দা জানিয়েছেন। ছয়টি উপসাগরীয় দেশের এই জোট বলছে, এই বিমান হামলা আন্তর্জাতিক নিয়মকানুনের বিরুদ্ধে গিয়ে চালানো হয়েছে। একইসঙ্গে এটি সিরিয়ার সার্বভৌমত্বের ‘প্রকাশ্য লঙ্ঘন’।

হামলার পরপরই জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেছেন, এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
আলবুদাইউই আরও বলেছেন, বারবার হামলা করাটা ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কাজ। তিনি আন্তর্জাতিকভাবে এই হামলা বন্ধ করাসহ দেশটিকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।