ভারতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক

প্রেমিকের সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় এক বাংলাদেশি তরুণী ও তার ভারতীয় প্রেমিককে আটক করা হয়েছেন। বর্তমানে তাদেরকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কামথানা এলাকা থেকে এই প্রেমিক যুগলকে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, ওই তরুণী বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। তিনি চলতি সপ্তাহের শুরুতেই কোনো বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ত্রিপুরায় ঢুকেছিলেন। তার প্রেমিক ভারতের কর্ণাটক রাজ্যের বিদার জেলার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, বাংলাদেশি ওই তরুণী এর আগে মুম্বাই ও বেঙ্গালুরুর বিউটি পার্লারে কাজ করতেন। সেখানেই তার ভারতীয় যুবকের সঙ্গে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তরুণী বাংলাদেশে ফিরে আসেন। এরপর প্রেমিকের সঙ্গে দেখা করতে অবৈধ পথে ত্রিপুরায় যান। তার প্রেমিকও তাকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়ার জন্য ত্রিপুরায় এসেছিলেন। তবে বেঙ্গালুরুতে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ এই ঘটনায় পাসপোর্ট আইন, ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এর অধীনে মামলা দায়ের করেছে।