খাবারের অপেক্ষায় থাকা ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় গত ছয় সপ্তাহে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সবশেষ শুক্রবার (১১ জুলাই) ভোরে ইসরায়েলি হামলায় আরও ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ২৭ জন ত্রাণপ্রার্থীও ছিলেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজায় খাবারের জন্য অপেক্ষায় থাকা কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে এক ফিলিস্তিনি আমেরিকানকে মারধরের খবর পেয়ে তারা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি জেনেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক লাখ ৩৭ হাজার ৬৫৬ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।