বরিশালে প্রতিপক্ষের হামলায় কৃষকদলনেতা নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় লতিফ হাওলাদার (৬০) নামের এক কৃষকদলনেতা নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লতিফ হাওলাদার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আসরের নামাজ শেষে করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লতিফ হাওলাদারের সঙ্গে দেলোয়ার ঘরামীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার ও তার সঙ্গে থাকা কয়েকজন লতিফ হাওলাদারের ওপর হামলা চালায়। হামলায় মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুরাদ তাকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শতদল মজুমদার জানান, খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলের জবানবন্দি রেকর্ড করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত লতিফ হাওলাদারের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। তবে তারা মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।