গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে এক বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনায় আগের তুলনায় দুপক্ষ এখন কাছাকাছি এসেছে। খবর এএফপির।
এর আগে গত রোববার (৬ জুলাই) ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। উভয়পক্ষের প্রতিনিধিরা একই ভবনের আলাদা কক্ষে অবস্থান করছেন। রুবিও বলেন, ‘আমরা আশাবাদী... মনে হচ্ছে (তারা) সাধারণ শর্তগুলোতে প্রায় সম্মত হয়েছে। তবে এখন সেই শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা দরকার।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, পূর্ববর্তী আলোচনাগুলোও একই পর্যায়ে এসে ভেঙে গিয়েছিল। তিনি বলেন, একটি মৌলিক চ্যালেঞ্জ হলো হামাসের নিরস্ত্র হতে অনীহা, যা এই সংঘাতের অবিলম্বে অবসান ঘটাতে পারে। ইসরায়েলিরা কিছু নমনীয়তা দেখিয়েছে।

অন্যদিকে হামাস জানিয়েছে, গাজায় অবাধে ত্রাণ প্রবেশ ও ইসরায়েলের সামরিক বাহিনী প্রত্যাহার নিয়ে মতবিরোধ এখনো আলোচনার মূল বাধা। এছাড়া একটি স্থায়ী শান্তির জন্য বাস্তবসম্মত নিশ্চয়তার দাবিও তাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনা আজ পাঁচ দিনে গড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি এবং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া দুই মাসের যুদ্ধবিরতি সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে। এরপর দোহা ও কায়রোতে দফায় দফায় একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি।