সৌদি আরবে এ বছর ১০০ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতীকী ছবি
মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে দুই জন ইথিওপিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছে, ইথিওপিয়ান নাগরিক দুজনের মৃত্যুদণ্ডের মাধ্যমে এ বছর সৌদি আরবে মোট ১০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। খবর এএফপির।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিল কাসিম মোহাম্মদ ওমর এবং মুরাদ ইয়াকুব আদম সিও নামের এই দুই ইথিওপিয়ান নাগরিককে সৌদি আরবে হাশিশ পাচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট আদালতে আসামিদের পাঠানোর পর তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং এরই ধারাবাহিকতায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।