জাপানের তোকারা দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহের মধ্যে ৯০০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। টানা এই ভূকম্পনের কারণে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বুধবার (২ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আতঙ্কে অনেকে রাতে ঘুমাতে পারছেন না। খবর এনডিটিভির।
জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা জানিয়েছেন, গত ২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সাগর এলাকায় ভূমিকম্পের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়েছে। আজ বিকেল ৪টা পর্যন্ত ৯০০টিরও বেশি ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। যার পরপরই কর্তৃপক্ষ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মানুষজন রাতভর ঘুমাতে পারছে না। তারা ক্লান্ত, আতঙ্কিত ও শারীরিক-মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে।
স্থানীয় এক বাসিন্দা জাপানের এমবিসি চ্যানেলকে বলেন, মনে হয় যেন মাটি সব সময় কাঁপছে। রাতে ঘুমাতে গেলেও মনে ভয় কাজ করে।

আরেকজন বলেন, এই কম্পন কবে থামবে কেউ জানে না। আমি এখন আমার সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও ভাবছি।
তোকারা দ্বীপপুঞ্জে মোট ১২টি দ্বীপ রয়েছে, যার মধ্যে সাতটিতে মানুষ বসবাস করে। এই দ্বীপগুলোর মোট জনসংখ্যা প্রায় ৭০০। এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বরে একই এলাকায় দুই সপ্তাহে ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এই দফায় কম্পনের তীব্রতা ও সংখ্যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।