ঢাকায় আসছেন মার্কিন দূত রেনা বিটার

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। আঙ্কারায় মার্কিন দূতাবাসের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া ছবি
বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রেনা বিটার দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম বিষয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে দেশ দুটির পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার সফরে বাংলাদেশের কর্মরত মার্কিন নাগরিকদের যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি গুরুত্ব পাবে।